বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি ।

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। দেড় ঘন্টা লিখিত ও এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।

কলা,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘খ’ শাখার ভর্তি পরীক্ষা হয়।এতে ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠিত হবে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘গ’ ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে ৪৭৪ জন পরীক্ষার্থী। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১২টায়।

আগামী ১ মার্চ একই কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *