• English
  • আজ ১২ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে জার্মানি ও নেদারল্যান্ডসে মাইকে আজান!

১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, এপ্রিল ৬, ২০২০ ধর্ম

ইউরোপের দেশসমূহে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসর প্রকোপ মারাত্মাকভাবে হানা দিয়েছে। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ। করোনা থেকে মুক্তি লাভে সাড়ে ৫০০ বছর পর প্রকাশ্যে আজানের অনুমতি দেয় স্পেন। এবার স্পেনের পথ ধরে নেদারল্যান্ডস এবং জার্মানি তাদের দেশে অবস্থিত মসজিদগুলো থেকে মাইকে উচ্চ শব্দে আজান দেয়ার অনুমতি দেয়।

করোনা প্রতিরোধে মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশে নেদারল্যান্ডস ও জার্মানির কয়েক ডজন মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ। ফলে জার্মানির ৫০ টিরও বেশি দেশে এবারই প্রথম মাইকে উচ্চ শব্দে আজান দেয়া হয়।

মাইকে উচ্চ শব্দে আজান শুনে মসজিদের আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়ে। জার্মানিতে মানুষের মনোবল বাড়াতে প্রতিদিন সন্ধ্যায় গির্জাগুলোতে ঘণ্টা ধ্বনি বাজানো হয়। এরই অংশ হিসেবে মুসলমানদের মসজিদে মাইকে মাগরিবের আজান দেয়ার অনুমতি দেয় জার্মানি।

জার্মানির সরকারি নির্দেশনা অনুযায়ী যে কোনো ধর্মের উপাসনালয়ে একত্রিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির মুসলমানদের তথ্য মতে, করোনাভাইরাসের প্রকোপে নিজেদের মনোবল চাঙ্গা করতেই মসজিদে মাইকে আজান দেয়ার অনুমদি দেয় দেশটি। এমনিতে দেশটিতে মাইকে আজান দেয়ার ওপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে যেসব দেশ বেশি আক্রান্ত সে সব দেশের মধ্যে জার্মানিও একটি। আমেরিকা, ইতালি ও স্পেনের পরেই জার্মানির অবস্থান। দেশটিতে এ পর্যন্ত ৯৬ হাজার ৯২ জন আক্রান্ত। মারা গেছে ১ হাজার ৪৪৪ জন আর সুস্থ হয়ে বাড়ি গেছে ২৬ হাজার ৪০০ জন। অন্যদিকে নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬২৭। মারা গেছে ১ হাজার ৬৫১ জন। সুস্থ হয়েছে মাত্র ২৫০ জন।